বিশ্বকাপজয়ী যুবাদের জন্য ২৫ লাখ টাকার জীবন বীমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ২১:২৯

দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া যুবাদের জীবন ও স্বাস্থ্য বীমা করিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশে কোনো বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের বীমার আওতাভুক্ত করার প্রথম ঘটনা এটি।
বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পাশাপাশি চুক্তিভুক্ত প্রথম শ্রেণির খেলোয়াড়রাই শুধু এতো দিন বীমা সুবিধা পেয়ে এসেছেন। এবার তাদের সঙ্গে আকবর আলীদের যুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন বলেন, এমনও তো হতে পারতো যে ওরা চ্যাম্পিয়নই হয়নি। সেক্ষেত্রেও দলটির কারো কারো ইনস্যুরেন্সের আওতায় আসার সুযোগ থাকতো। হয়তো এদের মধ্যে চার-পাঁচজন প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতেও চলে আসতে পারতো। তাহলে ইন্স্যুরেন্স ওদেরও হতো। তবে হ্যাঁ, বয়সভিত্তিক দলের সবার ইনস্যুরেন্স করানোর ঘটনা বাংলাদেশে এই প্রথম।