Logo
×

Follow Us

খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৭

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে চমক রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম। তবে দল থেকে ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দায়িত্ব পাওয়ার একদিনই পরই আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে ও টি-২০’র জন্য দল ঘোষণা করেছে। 

টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসাইন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মো. নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।

ওয়ানডে স্কোয়াড
নাজমুল হোসাইন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫