Logo
×

Follow Us

খেলাধুলা

ফিফার র‌্যাঙ্কিং প্রকাশ: ২১ ধাপ এগিয়েছে কাতার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০

ফিফার র‌্যাঙ্কিং প্রকাশ: ২১ ধাপ এগিয়েছে কাতার

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বড় লাফ দিয়েছে এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার।  ২০২২ বিশ্বকাপের আয়োজকরা। ফাইনালে ৩-১ গোলে জেতা কাতারের রেটিং পয়েন্ট বেড়েছে ৯২.০৪। কাতারের মতো আফ্রিকা মহাদেশীয় চ্যাম্পিয়ন আইভরি কোস্টও বড় লাফ দিয়েছে। ফিফার র‌্যাঙ্কিংয়ে তারা এগিয়েছে ১০ ধাপ।

গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।

সর্বশেষ র‌্যাঙ্কিং অনুসারে শীর্ষেই রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ছাড়া এশিয়ান চ্যাম্পিয়ন কাতার ২১ এবং আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ১০ ধাপ এগিয়েছে।

কাতার ৫৮ নম্বর থেকে ৩৭ নম্বরে উঠে এসেছে। রানারআপ জর্ডান ১৭ ধাপ এগিয়ে ৭০তম স্থানে উন্নীত হয়েছে। অন্যদিকে আফ্রিকান কাপ অফ নেশনস জয়ী আইভরি কোস্টও বেশ এগিয়েছে। ইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছে আফ্রিকান হাতিরা। রানারআপ নাইজেরিয়া ৪২ নম্বর থেকে ২৮-এ উপনীত হয়েছে।

তবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া নিজেদের পূর্বের অবস্থান ধরে রেখেছে।

এশিয়ান কাপে তিন ম্যাচে পরাজিত হইয়ে ১৫ ধাপ পিছিয়েছে ভারত। ১০২ থেকে পিছিয়ে এখন ১১৭ নম্বরে আছে সাফ চ্যাম্পিয়নরা। বাংলাদেশের অবস্থানে কোনো ধরনের পরিবর্তন হয়নি। আগের মতো ১৮৩ নম্বরে অবস্থান করছে জামাল ভূঁইয়ার দল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫