
প্রাণঘাতী করোনাভাইরাসে স্তব্ধ বিশ্ব ফুটবল। সেই সময় সবাইকে চমকে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে নতুন করে ফুটবল মৌসুম শুরু করলো তুর্কমেনিস্তান।
তাও গ্যালারিতে দর্শক বসিয়ে। অবশ্য শুরু থেকেই দেশটির কর্তৃপক্ষ দাবি করে আসছে, প্রাণঘাতী ভাইরাসে সেখানে একজনও আক্রান্ত হননি।
করোনা আতংকে গেলো মার্চে বেশিরভাগ দেশই ফুটবল লিগ বন্ধ করে দেয়। সেই পথে হাঁটে তুর্কমেনিস্তানও। মাত্র তিন ম্যাচ গড়াতেই আট দলের লিগ বন্ধ করে দেয় তারা।
প্রাণঘাতী ভাইরাসের কবল থেকে বাঁচতে তড়িঘড়ি খেলা বন্ধ করে বিশ্বের সেরা লিগগুলো। সংক্রমণ রুখতে এখনো ম্যাচ শুরু করার সাহস পাচ্ছে না লিগসমূহের আয়োজক দেশগুলো।
তবে সেটিই করে দেখাল তুর্কমেনিস্তান। কোনোরকম সতর্কতার তোয়াক্কা না করে দর্শকপূর্ণ স্টেডিয়ামেই আবার খেলা চালু করল তারা। গেলো রবিবার প্রায় ৩০০ ফুটবলপ্রেমী মাঠে বসেই খেলা দেখেছেন।
মধ্য এশিয়ার দেশটির অনেক মানুষই লিগ শুরু হওয়ার খবরে উল্লসিত। শুধু তুর্কমেনিস্তান নয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের আরো দুই দেশ তাজিকিস্তান ও বেলারুশও স্রোতের বিপরীতে হেঁটেছে।
তবে সে জন্য সমালোচিত হচ্ছে বেলারুশ। আর তাজিকিস্তানও দাবি করছে, তাদের দেশে এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।-আনন্দবাজার