
লকডাউনের মধ্যে পুরুষদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে চুল-দাড়ি কাটার বিষয়টি। যার ফলে বাড়িতে ট্রিমার দিয়ে দাড়ি কাটার ব্যবস্থা কোনোমতে হয়ে গেলেও সমস্যা হয়েছে চুল নিয়ে। এরই মধ্যে অনেকেই বাড়িতে চুল কাটা শুরু করেছেন। গৃহবন্দি শচিন টেন্ডুলকারের চুল কাটার ভিডিও ভাইরাল হলো ইন্টারনেটে। নিজেই নিজের চুলের ডিজাইনার হয়ে গেলেন মাস্টার-ব্লাস্টার। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেই নিজের চুল কাটার কয়েকটি ছবি পোস্ট করেছেন শচিন।
ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘স্কয়্যার কাট থেকে নিজের হেয়ার কাট। বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি স্বাচ্ছ্যন্দের সঙ্গেই। আমার হেয়ার স্টাইল কেমন হয়েছে?’
নিজের হেয়ার কাটের সেই ছবিতে শচিন ট্যাগ করেন মুম্বাইয়ের দুই জনপ্রিয় হেয়ার ডিজাইনার আলিম হাকিম ও নন্দন ভি নায়েককে। চেনা মেজাজ ছেড়ে বেরিয়ে শচিনের এই ব্যতিক্রমি পোস্ট বেশ মনে ধরেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। প্রথম দুটি ছবিতে সবুজ রঙের স্লিভলেস টি-শার্টে এবং পরের ছবি দু’টিতে চেরি রঙের হাফ স্লিভ টি-শার্টে দেখা যাচ্ছে লিটল মাস্টারকে।