Logo
×

Follow Us

খেলাধুলা

৬ উইকেট মুস্তাফিজের, বাংলাদেশের লক্ষ্য ১০৫

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ২৩:০৩

৬ উইকেট মুস্তাফিজের, বাংলাদেশের লক্ষ্য ১০৫

মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

হওয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ধবলধোলাই এড়াতে ১০৫ রান করতে হবে টাইগারদের।

আজ শনিবার (২৫ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে মোস্তাফিজের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও  অ্যান্ড্রিস গাউস। উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন এই দুই ব্যাটার।

এরপরই সাজঘরে ফিরে যান তারা। গাউসকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ১৫ বলে ২৭ রান করেন তিনি। এই উইকেট নিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।

গাউসের বিদায়ের পর ২০ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান জাহাঙ্গীর। এরপর আর ১৪ রান যোগ করতে আরও তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। 

নিতিশ কুমার ৯ বলে ৩, অ্যারন জন্স ৭ বলে ২ ও মিলিন্দ কুমার ২০ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান। এরপর কোরি অ্যান্ডারসন ও শ্যাডলি ভ্যান শাল্কউইক মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। 

তবে দলীয় ৯২ ও ৯৪ রানে সাজঘরে ফিরে যান এই দুই ব্যাটার। অ্যান্ডারসন ১৮ বলে ১৮ ও শাল্কউইক ১৭ বলে ১২ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ নেন ৬টি উইকেট। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫