Logo
×

Follow Us

খেলাধুলা

টি-টোয়েন্ট বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ২০:৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে মেন্ডিস-মারক্রামরা। ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্ট বিশ্বকাপের ডি গ্রুপের শক্তিশালী দলের দুইটি হচ্ছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। আজ সোমবার (৩ জুন) নিজেদের প্রথম ম্যাচ এবং টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই হাইভোল্টেজ ম্যাচটি।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেইনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জেনসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আইনরিখ নর্কিয়া ও ওটনিল বার্টম্যান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকশানা, মাতিশা পাতিরানা ও নুয়ান থুসারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫