Logo
×

Follow Us

খেলাধুলা

মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয় ব্রাজিলের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১৩:০৭

মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয় ব্রাজিলের

আজ শনিবার (০৯ জুন) মেক্সিকোর বিপক্ষে অনেক নাটকের জন্ম দিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ব্রাজিল। ছবি: সংগৃহীত

একেবারে শুরুতেই গোল। বিরতি থেকে ঘুরে এসে আবারও গোল উদযাপন। ২-০ গোলে এগিয়ে থেকে ব্রাজিলের জয়ের স্বপ্ন দেখাটা স্বাভাবিক। তবে হাল ছেড়ে দেয়নি মেক্সিকো। দারুণভাবে ‍ঘুরে দাঁড়িয়ে সেলেসাওদের স্বপ্ন তছনছ করে দেয়। উত্তেজনা ছড়ানো ম্যাচটির সব নাটক যেন জমা ছিল ইনজুরি টাইমে। অনেক নাটকের জন্ম দিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ব্রাজিল।

আজ রবিবার (৯ জুন) প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ইনজুরি টাইমের শেষ দিকে এনদ্রিকের গোলে জয় নিশ্চিত হয় দোরিভাল জুনিয়রের দলের। পঞ্চমবার আন্তর্জাতিক ফুটবলে নেমে এ নিয়ে  দ্বিতীয়বার ব্রাজিলকে রক্ষা করছেন ১৭ বছর বয়সী এন্দ্রিক।

কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে টেক্সাসের কাইল ফিল্ডে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে নেমেছিল ব্রাজিল। রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিতে আসা ভিনিসিয়ুস জুনিয়র-রোদ্রিগো ছিলেন বেঞ্চে বসা। তাদের ছাড়াই সাজানো একাদশ ম্যাচের শুরুতে এগিয়ে নেয় ব্রাজিলকে।

পঞ্চম মিনিটে দারুণ এক গোল করেন আন্দ্রেয়াস পেরেইরা। সাভিও’র বাড়ানো বল ডি বক্সের ঠিক সামনে নিয়ন্ত্রণে নিয়ে মেক্সিকোর দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

দ্বিতীয় গোলের জন্য অবশ্য অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। ইয়ান কৌতোর কাটব্যাট থেকে বল জালে জড়ান তিনি।

২-০ গোলে এগিয়ে থাকার সুবিধা ধরে রাখতে পারেনি ব্রাজিল। ৭৩ মিনিটে মেক্সিকোকে খেলায় ফেরান হুলিয়ান কুইনোনেস। এই গোলের পরপরই মাঠে নামেন ফর্মের তুঙ্গে থাক ভিনিসিয়ুস। তাতেও কাজ হয়নি, বরং দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের গোলে সমতায় ফেরে মেক্সিকো। গুইলার্মো মার্তিনেসের চমৎকার গোলে নাটক ছড়ায় টেক্সাসের ম্যাচে।

যে ম্যাচের সবটুকু আলো নিজের দিকে টেনে নেন এন্দ্রিক। মাত্র ১৭ বছর বয়সেই ব্রাজিলের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন তিনি। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে তার হেড থেকে আসা গোলেই যে জয় নিশ্চিত হয় ব্রাজিলের। যে গোলে আছে ভিনির ছোঁয়াও। তার ক্রস এন্দ্রিকের মাথা ছুঁয়ে জড়িয়ে যায় জালে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫