
দ. আফ্রিকাকে মামুলি লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ। ছবি: সংগৃহীত
সেমিফাইনাল খেলতে হলে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ও দক্ষিণ আফ্রিকার। যদি পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক অবস্থায় রয়েছে তারপরও তাদের জয় ছাড়া উপায় নেই। জয় চাই ওয়েস্ট ইন্ডিজেরও। তবে তারা সুবিধা করতে পারেনি। বাঁচা মরার লড়াইয়ে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে।
সোমবার (২৪ জুন) নর্থ সাাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিলো ক্যারিবিয়ানরা। ৮৬ রানে ১ উইকেট থেকে ১৩৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। ১২ ওভারের শেষেও স্বাগতিকদের রান ছিলো ৮৬। ওভারপ্রতি রান আসছিল ৭ এর বেশি। কিন্তু শেষ পর্যন্ত এই রানরেট আর ধরে রাখতে পারেনি ক্যারিবিয়ানরা। শেষদিকে রানের গতি কমে এসেছে অনেকটাই। তবুও আলজারি জোসেফ আর গুড়াকেশ মোতির কল্যাণে ১৩০ পেরোয় ক্যারিবিয়ানরা।
১২তম ওভারে শেষ বলে তার আউট দিয়েই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ধস শুরু হয়। ৮৬ রানে ১ উইকেট থেকে ৯৭ রানে দলটি হারিয়ে ফেলে ৬ উইকেট। ফিফটি করা রস্টন চেজ, অধিনায়ক রভম্যান পাওয়েল, শেরফেইন রাদারফোর্ডের কেউই আর দাঁড়াতে পারেননি। দুই ছক্কা মেরে আন্দ্রে রাসেল আভাস দিয়েছিলেন ভালো কিছুর।
কিন্তু সব ব্যাটিং বিপর্যয়েই নাকি একটা করে রানআউট থাকে। ক্যারিবিয়ান ইনিংসে তা হলো রাসেলের সঙ্গে। ১১ বলে ৬ রান করে আকিল হোসেনও ফেরেন। শেষ পর্যন্ত উইন্ডিজরা থামে ১৩৫ রানে গিয়ে। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট শিকার করেন তাবরাইজ শামসি। ১টি করে উইকেট পেয়েছেন জানসেন, মার্করাম, কাগিসো রাবাদা এবং কেশভ মহারাজ।