Logo
×

Follow Us

খেলাধুলা

করোনার তহবিল সংগ্রহে স্মারক নিলামে তুলছেন অ্যান্ডারসন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১২:২৬

করোনার তহবিল সংগ্রহে স্মারক নিলামে তুলছেন অ্যান্ডারসন

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহের জন্য ক্রিকেট স্মারক অনলাইন নিলামে তুলবেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার জিমি অ্যান্ডারসন।

টেস্টে ৫৮৪ উইকেট শিকারি পেসার সর্বশেষ টেস্ট খেলেছেন গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কেপ টাউনে সেই টেস্টে ইংল্যান্ডের দারুণ জয়ে বড় অবদান ছিলো অ্যান্ডারসনের।

প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২টি। ওই টেস্টের জার্সি, ব্যাট ও জয়ের স্মারক একটি স্টাম্প অটোগ্রাফসহ নিলামে তুলবেন ৩৭ বছর বয়সী পেসার।

কিছুদিন আগে দুটি হাসপাতালে সহায়তার জন্য নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছিলেন ইংলিশ কিপার-ব্যাটসম্যান বাটলার। অনলাইন নিলামে তার জার্সি বিক্রি হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকায়।

সম্প্রতি বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন, ২০১৬ আইপিএলের ব্যাট, গ্লাভস ও জার্সি নিলামে তুলবেন তারা।

নিষেধাজ্ঞায় থাকা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রিয় ব্যাট নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। বিশ্বজুড়ে ক্রিকেটারদের আরো অনেকেই নিলামে তুলেছেন তাদের কিছু স্মারক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫