Logo
×

Follow Us

খেলাধুলা

বল টেম্পারিংয়ের অভিযোগ ভারতীয় পেসারের বিরুদ্ধে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১৫:২৪

বল টেম্পারিংয়ের অভিযোগ ভারতীয় পেসারের বিরুদ্ধে

ভারতীয় পেসার আর্শদ্বীপ সিং। ফাইল ছবি

ভারত-পাকিস্তান ক্রিকেটে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যা শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়। মাঠের সীমানা পেরিয়ে লড়াই বাকবিতর্কতে জড়ান হাজারও সমর্থকরা। বর্তমানে দুইদেশের ক্রিকেটীয় মনোভাব আরও কঠিন করে তুলেছে তাদের সম্পর্ক। এবার সেই আগুনে ঘি ঢাললেন ইনজামাম উল হক। ভারতীয় বোলারের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। পেসার আর্শদ্বীপ সিংয়ের রিভার্স সুইং করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নতুন বলে ইনিংসের ১৫তম ওভারেইরিভার্স সুইং কীভাবে করছেন আর্শদ্বীপ সেটাই প্রশ্ন ইনজির।

সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে এক টকশোতে এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, আর্শদ্বীপ যখন ১৫তম ওভারে বল করছিল, তখনই বল রিভার্স করছিলো। নতুন বলে এটা কি রিভার্স সুইংয়ের সাপেক্ষে খুব দ্রুতই হয়ে যায় না? যার অর্থ নতুন বলটা ১২ কিংবা ১৩ ওভারের মধ্যেই রিভার্স সুইং করার উপযোগী হয়ে যায়। আম্পায়ারদের এদিকে খেয়াল রাখা দরকার।

ইনজামামের এই অভিযোগের সঙ্গে সুর মিলিয়েছেন তার সাবেক সতীর্থ সেলিম মালিকও। তিনি বলেন, দেখো ইনজি, আমি এটা সবসময় বলি, কিছু দলের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখা হয়। আর ভারত সেসব দলের মধ্যে একটি।

ইনজামাম আরও বলেন, এমন ঘটনা পাকিস্তানি বোলারদের সঙ্গে ঘটলে এই নিয়ে ব্যাপক শোরগোলের সৃষ্টি হতো। রিভার্স সুইং নিয়ে আমরা খুব ভালোভাবেই জানি। আর যদি আর্শদ্বীপ ১৫ ওভারে রিভার্স সুইং করতে শুরু করে, তারমানে এর আগে ভয়াবহ কিছু করা হয়েছে।

আর্শ্বদীপের উপর অভিযোগ করলেও একই অভিযোগ আরেক ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর বেলায় করতে নারাজ ইনজামাম। তার মতে, দেখুন বুমরাহ এটা করতেই পারেন, কারণ তার বোলিং অ্যাকশন। কিন্তু কিছু বোলারের জন্য তাদের বোলিং অ্যাকশন আর গতি বিবেচনা করলে, বলটাকে ওমন যথাযথ কন্ডিশনে থাকতে হবে বা বলকে তৈরি করে নিতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫