-6688aeb76d669.jpg)
মিকাইল মেরিনো। ছবি: সংগৃহীত
সবাই যখন টাইব্রেকারের প্রহর গুণছিল, ঠিক তখনই জ্বলে উঠলেন মিকাইল মেরিনো। দানি ওলমোর দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে ১১৯ মিনিটে গোল করে জার্মানদের কাঁদিয়ে স্পেনকে নাটকীয় জয় এনে দেন তিনি। এর তার গোলেই ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
স্বাগতিক কোনো দলকে এর আগে হারায়নি স্পেন। এমন এক তিক্ত রেকর্ড নিয়েই গতকাল শুক্রবার (৫ জুলাই) জার্মানির স্টুটগার্ডে নামে স্পেনিশরা। অন্যদিকে ঘরের মাঠ হওয়ায় পুরো মাঠজুড়ে জার্মান সমর্থক। বার বার ম্যাচের রং বদলালেও শেষ হাসি হাসে স্পেনিশরাই।
খেলা শুরুর ৫০ মিনিটে এক গোলে এগিয়ে যায় স্পেন। তবে শেষ সময়ের গোলে সমতায় ফেরে জার্মানি। তবে অতিরিক্ত ৩০ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের দুর্দান্ত সেই গোল ম্লান হয়ে যায়। ১১৯ মিনিটের মিকেল মোরেনোর গোলে ২-১ ব্যবধানে সেমির টিকিট নিশ্চিত করেই মাঠে ছাড়ে স্পেন।
ঘরের মাঠ হওয়ায় এবার জার্মানির সামনে ইউরোর শিরোপা নেয়ার সুবর্ণ সুযোগ ছিল। তবে স্পেনের বাধায় এবারের মতো তা আর হলো। এর মাধ্যমে জার্মান তারকা টনি ক্রুসের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারেরও হতাশজনক সমাপ্তি ঘটল।