কোটা আন্দোলন নিয়ে তামিম ইকবালের ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৯:০২

কোটা আন্দোলন নিয়ে এবার যা বললেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
বিগত কয়েক দিন ধরে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। সংঘর্ষ আর মুহুর্মুহু ধাওয়া পাল্টা ধাওয়াতে সারাদেশ রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। নানাজন এ বিষয়ে মতামত তুলে ধরছেন। দেশের তারকারাও এর বাইরে নেই। এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে কোটা সংষ্কার আন্দোলন নিয়ে জাতীয় দলের ক্রিকেটার ক্রিকেটার তামিম ইকবালও পোস্ট দিয়েছেন।
গতকাল বুধবার (১৭ জুলাই) দেশসেরা এই ওপেনার তার ফোসবুক পোস্টে জানান, আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।
এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ জাতীয় দলের একাধিক তারকা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই দলে দেরিতে হলেও শামিল হলেন তামিম। বিশেষত, তামিমের চুপ থাকা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে গত দুদিন ধরে চলছিল আলোচনা-সমালোচনা।
এদিকে, কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও একদফা দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে।