Logo
×

Follow Us

খেলাধুলা

পেলের রেকর্ড ভাঙতে চান রোনালদো

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২০, ২৩:০৩

পেলের রেকর্ড ভাঙতে চান রোনালদো

পেশাদার ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৮ বছরের ক্যারিয়ারে জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর, তিনটি প্রিমিয়ার লিগ, দুটি লা লিগা, একটি সিরি’আ স্কুদেত্তো। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ। দেশের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপ তো আছেই। এতো রেকর্ড গড়ার পরেও থামতে চান না রোনালদো, এমনটাই মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ গ্যারি নেভিল।

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে ২০০৩-২০০৯ পযর্ন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছিলেন পর্তুগিজ উইঙ্গার। এই ৬ বছরে রোনালদোকে খুব কাছ থেকে দেখেছেন নেভিল। নেভিল মনে করেন, ক্রিশ্চিয়ানোর পরিকল্পনা হলো, ফুটবল সম্রাট পেলের হাজার গোলের রেকর্ড টপকে সর্বকালের সেরা ফুটবলার হওয়া। 

ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ জেতানো পেলে রেকর্ড এক হাজারেরও বেশি গোল করেছেন তার পেশাদারি ও জাতীয় দলের ক্যারিয়ারে। অবশ্য সেলেসাও কিংবদন্তির গোলসংখ্যা নিয়ে বিতর্ক আছে।

স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার বলেন, ‘বিশ্বের সেরা হওয়ার জন্য সে (রোনালদো) তার অভিযান অব্যাহত রেখেছে। আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে সে এমন এক খেলোযাড় যার কাছে ব্যক্তিগত ট্রফি অনেক গুরুত্বপূর্ণ।’ 

নেভিলের বিশ্বাস, পেলের রেকর্ড ভাঙার জন্য বদ্ধ পরিকর রোনালদো। গোল করা ও প্রতিদিন নিজেকে উপস্থাপন করার জন্য বদ্ধ-সংকল্প দরকার। সে জন্য রোনালদো উপযুক্ত। পেলের রেকর্ড টপকে যাওয়ার পরিকল্পনা আছে তার। সে সর্বকালের সেরা হতে চায়।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫