Logo
×

Follow Us

খেলাধুলা

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১১:৪০

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাঘিনীরা। ছবি: সংগৃহীত

নারী টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাঘিনীরা। বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে তারা। ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন স্বর্ণা আক্তার।

গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দুবাইয়ে আইসিসি একাডেমীর দুই নম্বর মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে ৭ উইকেটে ১৪০ রান। জবাবে পাকিস্তান ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায়।

এদিন একাদশে নিগার সুলতানা জ্যোতি থাকলেও অধিনায়কত্ব করেননি, গ্লাভস হাতেও নেননি। ওপেনার দিলারা আক্তার নেন নেতৃত্ব, উইকেটরক্ষকের দায়িত্বটাও তিনি সামলান।  

টিম টাইগ্রেসদের হয়ে সর্বাধিক রান করা স্বর্ণা ১৭ বলে ৩ চারে ২৮ রানে অপরাজিত থাকেন। ওপেনার সাথী রানি ১৬ বলে ৫ চারে ২৩ রানের ইনিংস খেলেন। ২৪ বলে ১৫ রান করে ফেরেন সোবহানা মোস্তারি। চারে নিগার সুলতানা জ্যোতি ২২ বলে করেন ১৮। ২০ বলে ১৭ রান করে রান আউট হন তাজ নেহার। রিতু মনি ৮ বলে ২ চারে ১৪ রানের ইনিংস খেলেন।

প্রথম ১০ ওভারে পাকিস্তানের স্কোর ছিল  ৩ উইকেটে ৫৭ রান। একপর্যায়ে তা হয়ে যায় ৫ উইকেট ৬৫ রান। ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ায় তারা জয়ের কাছাকাছি যেতে পারেনি। দলটির হয়ে ওমাইমা সর্বোচ্চ ৩৩ রান করেন ৩৩ বল খেলে।

বাংলাদেশের পক্ষে স্বর্ণা, মারুফা, রাবেয়া ও ফাহিমা ২টি করে উইকেট পান। একটি উইকেট নেন নাহিদা। 

উল্লেখ্য, টাইগ্রেসদের বিশ্বকাপ অভিযান আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে। ‘বি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫