Logo
×

Follow Us

খেলাধুলা

সাকিব হতে পারেন সবার জন্য শিক্ষা

Icon

আহসান হাবীব সুমন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১৫:০৮

সাকিব হতে পারেন সবার জন্য শিক্ষা

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান; কিন্তু সেই সাকিবই বরাবর থেকেছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ক্রিকেটের ২২ গজের লড়াইয়ে নন্দিত সাকিব ব্যক্তিজীবনের কর্মকাণ্ডে হয়েছেন নিন্দিত। সাকিব ক্রিকেটের সর্বকালের সেরা অল রাউন্ডার।

ওয়ানডে ক্রিকেটে রেকর্ড টানা ১৭৩৯ দিন এক নম্বর অলরাউন্ডার ছিলেন। ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব তিন ফরম্যাটেই আইসিসি র‌্যাংকিংয়ের এক নম্বর অলরাউন্ডার হিসেবে স্থান পান। বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক তিনি। একমাত্র অলরাউন্ডার হিসেবে সব ফরম্যাটে সাত হাজার রান এবং ৩০০ উইকেটের মাইলফলকে পা রাখা ক্রিকেটার। টেস্টে সবচেয়ে কম ম্যাচ (৫৪) খেলে তিন হাজার রান এবং ২০০ উইকেট লাভ করা অলরাউন্ডারও সাকিব। পেয়েছেন টেস্টে দ্রুততম ম্যাচে (১৯৯) ব্যাটিংয়ে পাঁচ হাজার ও বোলিংয়ে ২৫০ উইকেটের দেখা।

ইতিহাসের প্রথম ও একমাত্র অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট নিয়েছেন। একমাত্র স্পিনার আর ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে নির্দিষ্ট ভেন্যুতে (মিরপুর) সবচেয়ে বেশি ১১৯ উইকেটের দেখা পেয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫০ উইকেট সাকিবের। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে একইসঙ্গে এক হাজারের অধিক রান ও ৪০টির বেশি উইকেট পেয়েছেন। ক্রিকেটের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিটি ফরম্যাটে কমপক্ষে পাঁচবার প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। শুধু আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটেই সাকিব বাংলাদেশের পক্ষে ২৭ বার ম্যাচের সেরা হয়েছেন।

সাকিব বিশ্ব ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান এবং ৭০০ উইকেটের কীর্তি গড়ে রেখেছেন। সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয়; কিন্তু সেই সাকিবের জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনাবলি ঘটেছে লাগাতার। ম্যাচ ফিক্সিং প্রস্তাব আড়াল করে আইসিসি কর্তৃক পেয়েছেন নিষেধাজ্ঞা। বাংলাদেশে নিষিদ্ধ বেটিং কোম্পানির মডেল হয়ে চলে এসেছেন আলোচনায়। শুধু কি তাই? শেয়ার বাজার কেলেঙ্কারি, নিজের ব্রোকারেজ ফার্ম ‘মোনার্ক হোল্ডিংস লিমিটেড’-এর পক্ষে অফিসিয়াল নথিতে তার বাবার নাম ‘জাল’ করেছেন। ক্যারিয়ারের শুরুতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে জড়িয়ে ছিলেন সাকিব, যাদের বিরুদ্ধে উঠেছিল বিদেশে মানবপাচারের অভিযোগ।

সাকিবকে মানুষ ‘অর্থলোলুপ’ হিসেবে ট্রল করে সামাজিক মাধ্যমে। অর্থের বিনিময়ে যে কোনো প্রতিষ্ঠান উদ্বোধনে হাজিরা দিয়েছেন। তাকে দুবাইয়ে দেখা গেছে বাংলাদেশে পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধন করতে। এ ছাড়া দর্শক-ভক্তদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য সমালোচনায় বিদ্ধ হয়েছেন সাকিব বারবার। চলতি বছরই সাকিব আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। জুলাই-আগস্টজুড়ে পুরো বাংলাদেশ উত্তাল ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। আন্দোলন দমাতে প্রায় ১৬ বছর ক্ষমতা জবরদখল করে রাখা শেখ হাসিনার নিয়ন্ত্রিত পুলিশ আর দলীয় কর্মীরা হত্যা করেছে কয়েকশ মানুষ। সেই সময় সাকিব মার্কিন মুল্লুকে ক্রিকেট টুর্নামেন্ট খেলায় ব্যস্ত ছিলেন; কিন্তু কোনো প্রতিবাদ করেননি দেশে চলমান নারকীয় গণহত্যার, যা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। সাকিব সমালোচিত তো ছিলেনই, বর্তমান পরিস্থিতিতে পরিণত হয়েছেন খলনায়কে।

বিগত আওয়ামী সরকারের সহযোগী সাকিব বর্তমানে হত্যা মামলার আসামি। বাংলাদেশে তিনি নিরাপদ নন। ভারতের মাটিতে চলমান সিরিজে সাকিব বিদায় জানিয়েছেন টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেটকে। ইচ্ছে ছিল- অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন; কিন্তু বিসিবি সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে অপারগ। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চান তিনি; সেটাও সম্ভবত হচ্ছে না। অর্থাৎ সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার ভারত সফরেই শেষ হচ্ছে- এটা অনুমেয়, যা একেবারেই অনাকাক্সিক্ষত।

সাকিবের ক্যারিয়ার শিক্ষা হতে পারে যে কোনো ক্রীড়াবিদের জন্য। খেলাধুলায় কৃতিত্ব প্রদর্শনের সঙ্গে সঙ্গে ব্যক্তিজীবনে তাদের সৎ থাকতে হবে। তাদের ন্যায়-অন্যায় সম্পর্কে সচেতন থাকাও জরুরি। নতুবা ভক্তরা যেমন তাদের মাথায় তুলে নাচতে পারেন, তেমনি ফেলে দিতে পারেন আস্তাকুঁড়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫