Logo
×

Follow Us

খেলাধুলা

২২২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ২১:২১

২২২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

২২২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জয়ের জন্য ২২২ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। শুরুতে ভারতের ব্যাটিং অর্ডারে ধাক্কা দিয়ে ৯ উইকেট তুলে নিলেও বড় সংগ্রহ তুলে ফেলেছে তারা। যার কৃতিত্ব নিতিশ রেড্ডি, রিংকু সিং ও হার্ডিক পান্ডিয়ার। 

ভারত প্রথম ৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান তোলে। পরে নিতিশি ও রিংকু ১০৮ রানের জুটি গড়েন। নিতিশ ফিরে যান ৩৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে চারটি চার ও সাতটি ছক্কার শট আসে। 

রিংকু সিং ২৯ বলে ৫৩ রান করেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও তিনটি ছক্কা আসে। এছাড়া হার্ডিক পান্ডিয়া ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন। রায়ান পরাগ ৬ বলে ১৫, অভিষেক শর্মা ১১ বলে ১৫ রানের ইনিংস খেলেন। 

বাংলাদেশের হয়ে লেগ স্পিনার রিশাদ ৪ ওভারে ৫৫ রান দিয়ে ৩ উইকেট নেন। এর মধ্যে দুই উইকেট শেষ ওভারে পেয়েছেন তিনি। তানজিম সাকিব ৪ ওভারে ৫০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান খরচা করে ২ উইকেট তুলে নেন। মুস্তাফিজ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এ ছাড়াও মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব দুটি করে উইকেট শিকার করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫