Logo
×

Follow Us

খেলাধুলা

৪০ বছর পর্যন্ত খেলবেন মেসি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২০, ২২:১১

৪০ বছর পর্যন্ত খেলবেন মেসি

বার্সেলোনার আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসির অবসরের গুঞ্জন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত নিজে তেমন কোনো ইঙ্গিত দেননি ছয়বারের ব্যালন ডি'অরজয়ী। বরং ৪০ বছর বয়স হওয়ার আগে মেসির অবসর নেয়ার সম্ভাবনা দেখছেন না তার সাবেক সতীর্থ স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।

মেসির বর্তমান বয়স ৩২। কিন্তু বয়সের ছাপ তার খেলায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। উল্টো দিনদিন তার খেলা যেন আরো নিখুঁত হচ্ছে। করোনা ভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ২৪টি।

বার্সার আরেক সাবেক তারকা স্যামুয়েল ইতোর সঙ্গে এক ইনস্টাগ্রাম আড্ডায় জাভি বলেন, তার (মেসির) সামনে এখনো দারুণ পাঁচ কিংবা সাত বছর অপেক্ষা করছে। সে নিজের ভালো যত্ন নিচ্ছে এবং ৩৭, ৩৮ কিংবা ৩৯ বছর বয়সেও সে খেলা চালিয়ে যেতে পারবে। আমি নিশ্চিত সে কাতার বিশ্বকাপেও খেলবে।'

বার্সার কোচ হওয়ার সুযোগ নিয়ে জাভি বলেন, আমার সঙ্গে এরিক আবিদাল (বার্সার ক্রীড়া পরিচালক) এবং অস্কার গ্রাউ (বার্সার প্রধান নির্বাহী) আমাকে বড় অফার দিয়েছিল, কিন্তু এটা সঠিক সময় ছিল না। আমার আরো অভিজ্ঞতা প্রয়োজন। বার্সার কোচ হওয়া আমার স্বপ্ন। একদিন আমি এটা করতে চাই। আমি আগেও এটা বলেছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫