
ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলে এই সংস্করণ থেকে বিদায় নেবেন সাকিব আল হাসান। এজন্য আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে ফিরবেন এই বাঁহাতি অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত ২ জুলাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে দেশ ছাড়েন সাকিব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তাতে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর দেশে তার নামে হত্যা মামলা হলে আর ফেরেননি তিনি। বাইরে থেকে পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন।
এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখানে শুরুতে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে তিনিই খেলার আগ্রহ প্রকাশ করেন।
তবে অনুরোধ করেন, তাকে যেন দেশত্যাগের নিশ্চয়তা দেওয়া হয়।
এনিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সাকিবের দেশে ফিরতে বাধা দেখছেন না তিনি। বর্তমান সরকারের একজন প্রতিনিধির কাছ থেকে এমন সবুজ সংকেত পেয়ে এবার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন সাকিব। আগামী বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। শুক্রবার সাকিবের দলীয় অনুশীলনে যোগ দেওয়ার কথা আছে।
ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে মাগুরার-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়। এর দুই সপ্তাহ পর ২২ আগস্ট সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়।
পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। রাজধানীর আদাবর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।
২২ আগস্ট মামলাটি নথিভুক্ত করা হয় বলে জানান আদাবর থানার পরিদর্শক মো. নজরুল ইসলাম।
মামলার এজহারনামীয় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় ২৮ নম্বরে রয়েছে সাকিবের নাম।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান।
মামলার পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না বলে আশা করি। তিনি বলেছেন, এটা পুলিশ প্রশাসনের বিষয়। আমরা যতটুক বলার, বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআরআই হওয়া মানে গ্রেপ্তার না।