Logo
×

Follow Us

খেলাধুলা

১ রানের ব্যবধানে পড়ল ৮ উইকেট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১৭:৩৪

১ রানের ব্যবধানে পড়ল ৮ উইকেট

মাত্র ১ রানের ব্যবধানে ৮ উইকেট পড়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। ছবি: সংগৃহীত

হতবাক করার মত ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে কাপ ক্রিকেটে। মাত্র ১ রানের ব্যবধানে ৮ উইকেট পড়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। ৫২ থেকে তারা ৫৩তে গেছে ওয়াইডে পাওয়া রানের সুবাদে। এমন নাটকীয় রেকর্ডের ম্যাচে তাসমানিয়ান টাইগার্স মেন জিতেছে ৭ উইকেটে। 

পার্থে শুরুতে ব্যাট করতে নামা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ৪৫ রানে হারায় দ্বিতীয় উইকেট। ততক্ষণে ১৩.৫ ওভার খেলা হয়ে গেছে। অর্থাৎ গতি-বাউন্স-সুইংয়ের উইকেটে নতুন বলের ফাঁড়া একরকম কাটিয়ে ফেলেছে দলটি। এরপরই ছয় ব্যাটার ডাক মারায় অলআউট হয়েছে তারা। 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার যে দলটি মাত্র ৫৩ রানে অলআউট হয়েছে কিংবা ১ রানের মধ্যে যারা ৮ উইকেট হারিয়েছে তারা যেন-তেন ক্রিকেটার নন। রীতিমতো অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলেছেন বা খেলেন এমন সব তারকা ক্রিকেটারে ভরা। 

যেমন ৭ রান করা ওপেনার অ্যারন হার্ডি ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ ২২ রান করা ওপেনার ডি’আর্চি শট অস্ট্রেলিয়ার জার্সিতে ৩১টি ম্যাচ খেলেছেন। তিনে নেমে ১৪ রান করা ক্যামেরুন বানক্রফট অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার ছিলেন। 

এছাড়া বর্তমান জাতীয় দলে খেলা জস ইংলিস ১ রান করেন। অ্যাস্টন টার্নার ডাক মারেন, অ্যাস্টন আগার, ঝাই রিচার্ডসনও ডাক মেরে সাজঘরে ফেরেন। মাত্র ১ রান যোগ করে ৮ উইকেট পড়লেও হ্যাটট্রিক হয়নি কোন বোলারের। ডাক মারা ছয় ব্যাটারের একজন কেবল গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছেন। ৩০ বছর বয়সী মিডিয়াম পেসার বাও ওয়েবেস্টার নিয়েছেন ৬ উইকেট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫