Logo
×

Follow Us

খেলাধুলা

নারী ফুটবলারদের বেতনের সমস্যা সমাধানের আশ্বাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ২০:৪১

নারী ফুটবলারদের বেতনের সমস্যা সমাধানের আশ্বাস

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন প্রেস সচিব মো. শফিকুল আলম। ছবি: সংগৃহীত

নারী ফুটবল দলের সদস্যদের বেতনের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

তিনি বলেছেন, ‘সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি পত্রিকায় নারী ফুটবল দলের দুই মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। তাদের বেতনের সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে।’ 

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে মিরপুরে শ্রমিক, সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষে কোন ষড়যন্ত্র কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এসব বিষয়ে কোনো ষড়যন্ত্র দেখছি না। কয়েকটা ফ্যাক্টরির মালিক পালিয়ে গেছেন। অনেকে শ্রমিকদের বেতন দিতে পারছেন না। সেই ক্ষেত্রে শ্রমিকরা আন্দোলন করছেন। আমরা খুব শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’ 

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫