Logo
×

Follow Us

খেলাধুলা

করোনা যোদ্ধাদের রুবেলের ধন্যবাদ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২০, ২০:০৫

করোনা যোদ্ধাদের রুবেলের ধন্যবাদ

দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সরব ভূমিকা পালন করছেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। মঙ্গলবার রাতে করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে একটি অনুপ্রেরণামূলক ভিডিওবার্তা দিয়েছেন রুবেল।

ভিডিওবার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেশকে রক্ষা করার জন্য আপনাদের এই ত্যাগ আমরা কোনদিন ভুলবো না।’ সংক্ষিপ্ত এ ভিডিওতে তিনি চিকিৎসক, নার্স, পুলিশ, আর্মি, সাংবাদিকসহ সকল করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন।

রুবেল বলেছেন, ‘আজ আমাদের দেশ একটি ভয়াবহ মুহূর্ত পার করছে। এ সংকটময় মুহূর্তে যে সকল যোদ্ধারা তাদের পরিবার, সন্তান, পিতা-মাতা, স্ত্রীর কথা চিন্তা না করে সামনে থেকে আমাদের এ দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।’

তিনি আরো বলেন, ‘আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল চিকিৎসক, নার্স, পুলিশ, আর্মি, সাংবাদিকসহ সকল যোদ্ধাদের যারা দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করছেন। আপনাদের এই ত্যাগ আমরা কোনদিন ভুলব না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।’





এদিকে সোমবার তৃতীয়বারের মতো বাগেরহাটের অসহায় মানুষদের খাবার দিয়ে সাহায্য করেছেন রুবেল। প্রথমবার ২১৫ প্যাকেট এবং দ্বিতীয় ৪৫০ পরিবারকে সহায়তার পর, সবশেষ আরও ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন জাতীয় দলের এ তারকা পেসার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫