Logo
×

Follow Us

খেলাধুলা

বিফলে গেল তিকশানার হ্যাটট্রিক, সিরিজ নিউজিল্যান্ডের

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৭:২৬

বিফলে গেল তিকশানার হ্যাটট্রিক, সিরিজ নিউজিল্যান্ডের

শট খেলতে গিয়ে বোল্ড হাসারাঙ্গা। ছবি: সংগৃহীত

বিফলেই গেল মহীশ তিকশানার হ্যাটট্রিক আর কামিন্দু মেন্ডিসের লড়াই। হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ১১৩ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।

শুরুতেই বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৩৭ ওভারে। ওভার কমলেও রানবন্যা থামেনি কিউইদের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৫৫ রান করে নিউজিল্যান্ড। কিউইরা বড় স্কোর পায় ওপেনার রাচিন রবীন্দ্র (৭৯) ও মার্ক চাপম্যানের (৬২) রানের ফিফটিতে। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১১২ রানের জুটি।


চাপম্যানকে ফিরিয়ে সেই জুটি ভাঙেনে তিকশানা। লঙ্কান স্পিনার নিয়েছেন ৪ উইকেট। করেছেন হ্যাটট্রিক। ইনিংসের ৩৫তম ওভারের শেষ দুই বলে অধিনায়ক মিচেল স্যান্টনার (২০) ও নাথান স্মিথকে (০) ফেরান তিনি। নিজের পরের ওভারের প্রথম বলে আউট করেন ম্যাট হেনরিকে (১)।

 

লক্ষ্য তাড়া নেমে শ্রীলঙ্কা খেলতে পেরেছে ৩০.২ ওভার। গুটিয়ে যায় ১৪২ রানে। তার মধ্যে একাই ৬৬ বলে ৬২ রান করেছেন কামিন্দু। ২২ রান করেছেন জানিথ লিয়ানাগে ও ১৭ রান চামিন্দু বিক্রমাসিংহের। এই দুজনের সঙ্গে যথাক্রমে ৫৭ ও ৪৭ রানের জুটি গড়েন কামিন্দু। তবে তাঁর লড়াইয়ে হারের ব্যবধানটুকু কমাতে পেরেছে লঙ্কানরা।

 

শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন কিউই পেসাররা। উইল ও’রুর্কি নেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫