Logo
×

Follow Us

খেলাধুলা

পিএসএলে খেলতে নেতৃত্ব ছাড়লেন ইংলিশ ক্রিকেটার

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২০:০২

পিএসএলে খেলতে নেতৃত্ব ছাড়লেন ইংলিশ ক্রিকেটার

জেমস ভিন্স। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আর কোনো বাধা থাকছে না জেমস ভিন্সের। এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য ইংলিশ কাউন্টির দল হ্যাম্পশায়ারের নেতৃত্বই যে ছেড়ে দিলেন তিনি! আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। 

এবারের পিএসএলে নাম লিখিয়েছেন ৬ ইংলিশ ক্রিকেটার। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অনাপত্তিপত্র (এনওসি) দিতে রাজি হওয়ায় তাঁদের পাকিস্তানে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।    

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য এনওসি দিতে রাজি হলেও অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য এনওসি দিতে রাজি নয় ইসিবি। বোর্ডের এই কঠোর নীতিমালার বিরোধিতা করে আসছেন ইংলিশ ক্রিকেটাররা। ইসিবির নতুন নীতিমালা অনুযায়ী, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ও লাল বলের কাউন্টি ক্রিকেটাররা এনওসি পাবেন না।

ইসিবির এই সিদ্ধান্তের কারণ, ক্রিকেটাররা যাতে ঘরোয়া টুর্নামেন্টকে বেশি প্রাধান্য দেয়। তবে হ্যাম্পশায়ারের অধিনায়ক ভিন্সকে আগামী পিএসএলে ধরে রেখেছে করাচি কিংস। যেখানে তাঁর পারিশ্রমিক ১ লাখ পাউন্ড। ভিন্সও পিএসএলে খেলার জন্য হ্যাম্পশায়ারের অধিনায়কত্ব ছাড়লেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫