রাদুকানুকে তিন বছর আগের দুঃস্মৃতি ফিরিয়ে দিলেন শিয়াতেক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫

ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন শিয়াতেক (বাঁয়ে) ও রাদুকানু। ছবি: সংগৃহীত
তিন বছর আগে সিডনিতে কাজাখস্তানের এলেনা রিবাকিনার বিপক্ষে বিধ্বস্ত হয়েছিলেন এমা রাদুকানু। সেই ম্যাচে ব্রিটিশ তারকা হেরেছিলেন ৬-০, ৬-১ গেমে। জিতেছিল মাত্র এক গেম।
এবার একইভাবে রাদুকানু হারলেন ইগা শিয়াতেকের কাছে। একপাক্ষিক লড়াইয়ে ৬-১, ৬-০ গেমে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ২২ বছর বয়সী তারকা। ক্যারিয়ারে দ্বিতীয়বার এমন বাজেভাবে হারলেন তিনি।
আজ রড লেভার অ্যারেনায় দ্বিতীয় বাছাই শিয়াতেকের চতুর্থ রাউন্ড নিশ্চিত করতে লেগেছে ৭০ মিনিট। হারলেও শিয়াতেককে প্রশংসায় ভাসিয়েছেন রাদুকানু। ম্যাচ শেষে ৬১তম বাছাই বলেছেন, ‘সে খুবই ভালো খেলেছে। তবে আমার মনে হয়, আমি ভালো খেলিনি। যদি শীর্ষ খেলোয়াড় নিখুঁতভাবে খেলে তাহলে কঠিন ম্যাচ হয়ে যায়।’
পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন শিয়াতেক এর আগে কখনো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলতে পারেননি। মেলবোর্নে তাঁর সর্বোচ্চ দৌড় বলতে ২০২২ সালের সেমিফাইনাল। এবার কী বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন ঘুচবে ২৩ বছর বয়সী তারকার?