ঘূর্ণিতে চূর্ণ ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের বড় জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫

উইকেট নেওয়ার পর সাজিদের উদ্যাপন। ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ১০ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা। দ্বিতীয় ইনিংসেও ক্যারিবীয়রা দাঁড়াতে পারেননি সাজিদ খান-আবরার আহমেদের সামনে। এবারও সব উইকেট গেছে স্পিনারদের পকেটে। লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজকে থামতে হয়েছে ১২৩ রানে। হার ১২৭ রানের।
দ্বিতীয় দিনেই বধ্যভূমি হয়ে উঠেছিল মূলতানের উইকেট। এদিনই পড়েছে ১৭ উইকেট। সমান উইকেট পড়ল আজ তৃতীয় দিনেও । সকালেই শিশিরের ফোঁটার মতোন একের পর এক উইকেট পড়েছে।
পাকিস্তান দিন শুরু করেছিল ৩ উইকেটে ১০৯ রান নিয়ে। কামরান গোলাম ৯ ও সৌদ শাকিল ৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। তবে দিনের প্রথম বলেই ভাঙে সেই জুটি। জোমেল ওয়ারিকেনের বলে ফেরেন শাকিল। উইন্ডিজ স্পিনারের বাঁহাতের খেল শুরু হয়েছে তখন। তৃতীয় দিনে ৫ উইকেট নিয়ে নিয়ে তিনিই টেনে ধরেন পাকিস্তানকে। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস থামে ১৫৭ রানে। ওয়ারিকেন নেন ৭ উইকেট।
গোলাম (২৭) ও সালমান আঘা (১৪) ছাড়া আজ পাকিস্তানের আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ব্যাটিং ধসের পর পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৫১ রান। প্রথম ইনিংসে ২৩০ রান করেছিল স্বাগতিকেরা।
হাতে দুই দিন, লক্ষ্যও তেমন বড় নয়—তারপরও উইন্ডিজ ব্যাটাররা টিকে থাকতে পারেননি উইকেটে। মধ্যাহ্নভোজে যেতে হয় ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে। ফেরার পর আর হারটা তারা ঠেকিয়ে রাখতে পেরেছে ওভার কুড়ির মতন। অ্যালিক আথানেজে (৫৫) যা একটু লড়াই চালিয়ে গেছেন। ক্যারিবীয়রা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ১৩৭ রানে।
পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন সাজিদ। ৪ উইকেট আবরারের। উইন্ডিজের প্রথম ইনিংসের ৫ উইকেট নেওয়া নোমান আলী এবার নিয়েছেন ১ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে মুলতানে সিরিজের প্রথম টেস্টের ম্যাচসেরা হয়েছেন সাজিদ।