Logo
×

Follow Us

খেলাধুলা

অল্পের জন্য অস্ট্রেলিয়াকে হারাতে পারল না বাংলাদেশ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৭:১৩

অল্পের জন্য অস্ট্রেলিয়াকে হারাতে পারল না বাংলাদেশ

ব্যাটিংয়ে অবশ্য ভালো করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ছবি: আইসিসি

অস্ট্রেলিয়াকে ভয় ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। তবে অল্পের জন্য জয় পাওয়া হয়নি সুমাইয়া আক্তারদের। হেরেছেন ২ উইকেটে।

মালেয়শিয়ার বাঙ্গিতে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অবশ্য লক্ষ্যটা বড় দিতে পারেননি সুমাইয়ারা। ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেটে করে ৯১ রান। 

ওপেনার সুমাইয়া আক্তার (১৩) ও আফিয়া আশিমা (২৯) ছাড়া বাংলাদেশের আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। অধিনায়ক সুমাইয়া নিয়েছেন ৮ রান। স্পিনার আফিয়া না দাঁড়ালে আরও ছোট হতো দলের স্কোর। অস্ট্রেলিয়ার মেয়েদের হয়ে ২টি করে উইকেট নেন কাওইমে ব্রে, এলেনর লারোসা ও টেগান উইলিয়ামসন। 

লক্ষ্যটা মামুলি দিলেও বল হাতে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান জান্নাতুল মাওয়া। দুই ওপেনার কেট পেলে (১৬), ইনেস ম্যাকন (১৪) ও অধিনায়ক লুসি হ্যামিল্টনের (৩০) ব্যাটে জয়ের পথে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার মেয়েরা। তবে এই তিন টপ অর্ডারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান জান্নাতুল। 

অস্ট্রেলিয়া দ্বিতীয় উইকেট হারায় দলীয় ৫০ রানে। সেখান থেকে স্কোরবোর্ডে আর ১০ রান যোগ করতেই হারায় আরও ৩ উইকেট। জান্নাতুলে উজ্জীবিত বাংলাদেশ ম্যাচে ঘুরেও দাঁড়ায় দারুণভাবে। অস্ট্রেলিয়ার মেয়েরা ৮৬ রানে হারায় ৮ উইকেট। তবে সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এলা ব্রিসকো। ২২ বলে ১১ রানে অপরাজিত ছিলেন তিনি। 

অস্ট্রেলিয়া জিতেছে ২ বল হাতে রেখে। ৮ উইকেট ৯২ রান করে তারা। হাবিবা ইসলামের করা শেষ ওভারের দ্বিতীয় বলে লেগ বাই থেকে ১ রান নিয়ে ম্যাচের ইতি টানেন ব্রিসকো। তার আগে শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২ উইকটে, অস্ট্রেলিয়ার ৪ রান। ফাহমিদা ছোঁয়ার করা ইনিংসের ১৯তম ওভারে ৪ রান নিয়ে ম্যাচ সমতায় আনে অস্ট্রেলিয়া। তবে ওভারটিতে একটি রানআউটের সুযোগ হারায় বাংলাদেশ। সেটি আউট করতে পারলে হয়তো ভিন্ন হতে পারত ম্যাচের চিত্র।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ বিশ্বকাপ অভিযান শুরু করে নেপালকে হারিয়ে। সুমাইয়ারা পরের গ্রুপে শেষ ম্যাচ খেলবে ২২ জানুয়ারি, স্কটল্যান্ডের বিপক্ষে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫