Logo
×

Follow Us

খেলাধুলা

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদীপ ও কের

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:১০

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদীপ ও কের

আর্শদীপ ও কের। ছবি: সংগৃহীত

২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টির বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন আর্শদীপ সিং। এবার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ভারতীয় পেসার। মেয়েদের মধ্যে টি-টোয়েন্টির বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার মেলি কের। 

গত জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্শদীপ। ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ২ উইকেট নেন তিনি। বিশ্বকাপে নেন যুগ্মভাবে সর্বোচ্চ ১৭ উইকেট।

টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে ও ডেথ ওভারে বোলিংয়ের জন্য আস্থার জায়গা তৈরি করেছেন আর্শদীপ। ২৫ বছর বয়সী এই বাঁহাতি পেসার গত বছর সীমিত ওভারের এই ক্রিকেটে ভারতের হয়ে ১৮ ইনিংসে নেন ৩৬ উইকেট। টেস্ট খেলুড়ে দলের খেলোয়াড়দের মধ্যে ৩৮ উইকেট নিয়ে এই তালিকায় তাঁর ওপরে আছেন শুধু শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় আর্শদীপের। এরপর থেকে এই সংস্করণে ভারতের পেস ইউনিটের উল্লেখযোগ্য সদস্য হয়ে উঠেছেন তিনি। আর ২০২৪ সালে টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে ধারাবাহিক বোলিংয়ের মাধ্যমে নিজেকে বিশ্বমানের বোলার হিসেব নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর্শদীপ। 

গত বছর দারুণ কেটেছে কেরেরও। নিউজিল্যান্ডকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। হয়েছেন টুর্নামেন্ট সেরাও। ২৪ বছর বয়সী এই তারকা নিউজিল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৬ সালে কিউইদের মধ্যে প্রথম এই পুরস্কার জেতেন কেরের বিশ্বকাপজয়ী সতীর্থ সুজি বেটস। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫