Logo
×

Follow Us

খেলাধুলা

পাকিস্তানের দরকার ১৭৮ রান, ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:০৬

পাকিস্তানের দরকার ১৭৮ রান, ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট

বাবরকে ফেরানোর পর উইন্ডিজের উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

তৃতীয় দিনেই নিষ্পত্তি হতে যাচ্ছে মুলতানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আগামীকাল জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৭৮ রান আর ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট। 

প্রথম দিনে দুই দলের পড়েছিল ২০ উইকেট। আজ সেই সংখ্যা ১৪। ভেলকি দেখিয়েছেন স্পিনাররাই। দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে বড় লিড দিতে পারেনি উইন্ডিজ। থেমেছে ২৪৪ রানে। পাকিস্তানের হয়ে সমান ৪ উইকেট নিয়েছেন দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। 

দিন দারুণভাবে শুরু করেছিল ক্যারিবীয়রা। ওপেনিং জুটিতে দলকে ৫০ রান এনে দেন মিখাইল লুইস (৭) ও ক্রেইগ ব্রাথওয়েট (৫২)। সেই জুটি ভেঙে পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া নোমান। এরপর অধিনায়ক ব্রাথওয়েটকেও ফেরান তিনি। 

উইন্ডিজ মধ্যাহ্নভোজে যায় ৫ উইকেটে ১২৯ রান নিয়ে। পরের সেশনে হারায় বাকি ৫ উইকটে। এবারও সফরকারীদের হাল ধরেন লেজের ব্যাটাররা। আগেরদিন ৭ রানের লিড পেয়েছিল উইন্ডিজ। পাকিস্তানের প্রথম ইনিংস ১৫৪ রানে থামতেই শেষ হয়েছিল প্রথম দিন। উইন্ডিজ প্রথম ইনিংসে করে ১৬৩ রান। 

চা বিরতির পর ২৫৪ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। দিন পার করেছে ৪ উইকেটে ৭৬ রান নিয়ে। দলীয় ৩ রানে কেভিন সিনক্লেয়ারের এলবিডব্লুর ফাঁদে পড়েন ওপেনার ও অধিনায়ক শান মাসুদ (২)। এরপর স্কোরবোর্ডে আর ২ রান জমা পড়তেই বিদায় নেন আরেক ওপেনার মুহাম্মদ হুরাইরা (২)। বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ৩১ রানের ইনিংস খেলেন বাবর আজম। তাঁকেও ফেরান সিনক্লেয়ার। ফেরার আগে কামরান গোলামের (১৯) সঙ্গে তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন বাবর। আগামীকাল কাশিফ আলীকে (১) নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন সৌদ শাকিল (১৩)। 

এই টেস্ট জিতলে ২-০ ব্যবধানে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে পাকিস্তান। আর উইন্ডিজ জিতলে ফিরবে সমতায়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫