বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা থাকছেন চ্যাম্পিয়নস ট্রফিতেও

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৩

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস ট্রফির জন্য আগেই দল ঘোষণা হয়ে গেছে। এবার টুর্নামেন্ট পরিচালনার জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত তালিকায় আছে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের নামও।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে ৮ দলের চ্যাম্পিয়নস ট্রফি। তবে হাইব্রিড মডেলে কিছু ম্যাচ আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে হবে ভারতের ম্যাচগুলো। আর পাকিস্তানের তিন আইকনিক ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে টুর্নামেন্টের অন্যান্য ম্যাচ।
ম্যাচগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন ১২ জন আম্পায়ার ও ৩ জন ম্যাচ রেফারি। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল ২০১৭ সালে। সেবার ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ৬ বছর আগের সেই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ৬ অফিশিয়াল থাকছেন এবারও। তাঁদের একজন রিচার্ড কেটলবোরো। লন্ডনের সেই ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি। এই অভিজ্ঞ আম্পায়ার ১০৮টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন।
এছাড়া এবারও দেখা যাবে ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওর্থ, পল রেইফেল ও রড টাকারকে। কেটেলবোরো ও ইলিংওর্থ এর আগে আহমেদাবদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন একসঙ্গে। সেই বিশ্বকাপের দায়িত্বে ছিলেন শরফুদ্দৌলাও। গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও দায়িত্ব পালন করেন তিনি। তবে সেই সিরিজে যশস্বী জয়সওয়ালের একটি আউট নিয়ে বেশ আলোচিতও হন ৪৮ বছর বয়সী এই আম্পায়ার।
ম্যাচ অফিশিয়ালস: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগাল্লে, অ্যান্ড্রু পাইক্রফট।