খুলনার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ফাইনালে চিটাগং

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩১

খুলনার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ফাইনালে চিটাগং। ছবি- সংগৃহীত
জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। শেষ ৬ বলে কী রোমাঞ্চ যে ছড়াল! ফাইনালের আগে যেন আরেক ফাইনাল দেখে ফেলল এবারের বিপিএল। সেই অলিখিত ফাইনালে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিটাগং কিংস।
পেসার মুশফিক হাসানের করা শেষ ওভারের প্রথম বলে চার মেরে ব্যবধানটা কমিয়ে আনেন আরাফাত সানি (১৮*)। দ্বিতীয় বলে নেন ২ রান। তৃতীয় বলে অ্যালিস আল ইসলাম (১৭*) আহত অবসর হলে চাপে পড়ে চিটাগং। তাঁর পরিবর্তে ব্যাটিংয়ে এসে প্রথম বলে চার মেরে পরের বলে সাজঘরে ফেরেন শরীফুল ইসলাম। জয়ের জন্য শেষ বলে চিটাগংয়ের প্রয়োজন ছিল ৪ রান। চাপের মুখে আবারও ব্যাটিংয়ে নেমে সেই অসাধ্য কাজটিই করেন অ্যালিস। চার মেরে দলকে এনে দেন রোমাঞ্চকর জয়। চিটাগং ৮ উইকেটে করে ১৬৪ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও চিটাগংকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন ওপেনার খাজা নাফি (৫৭) ও হুসাইন তালাত (৪০)। এই জুটি ভাঙার পরপরই জয়ের আশা ফিকে হতে বসেছিল তাদের। দলীয় ১৩০ রানে ৭ উইকেট হারিয়ে বসে চিটাগং। সেখান থেকে দুর্দান্ত জয়্ এনে দিলেন সানি ও অ্যালিস। খুলনার হয়ে সমান ৩টি করে উইকেট নেন মুশফিক ও হাসান মাহমুদল।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে করে ১৬৩ রান করে খুলনা। ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন শিমরন হেটমায়ার। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ৩৩ বলে করেন ৬৩ রান। উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অংকন করেন ৩২ বলে ৪০।
এলিমিনেটরে রংপুর রাইডার্সকে উড়িয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল খুলনা। আর প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে বড় ব্যবধানে হেরেছিল চিটাগং। আগামী শুক্রবার মিরপুরের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দলই। আগের হারের প্রতিশোধ নিয়ে কি তামিম ইকবালের বরিশালের টানা দ্বিতীয় শিরোপা জয়ে ছেদ টানতে পারবে দ্বিতীয়বার ফাইনালে ওঠা চিটাগং?