কেটে গেল শঙ্কার ‘কালো মেঘ’, বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২০:২৩

বাংলাদেশ নারী দল। ছবি:ক্রিকইনফো
বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরুর পরও শেষ দুই ম্যাচ হেরে বাংলাদেশ দলের মূলপর্বে উঠা নিয়ে তৈরি হয় শঙ্কা। অবশেষে কাটল শঙ্কার সেই ‘কালো মেঘ’। ওয়েস্ট ইন্ডিজ নয়, পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।
৫ ম্যাচে টাইগ্রেসদের সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান ছিল ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের। শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে তাদের লক্ষ্য ছিল ১৬৭ রানের।
নেট রাটরেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকায় ১০.১ ওভারে তুলতে হতো ১৬৭ রান। তবে সমীকরণে কিছুটা ছাড়ও ছিল। ১১ ওভারে যদি তারা ১৬৬ করে, তাহলে ছক্কা মেরে জয় নিশ্চিত করলেই কোয়ালিফাই করত উইন্ডিজ। অন্যথায় পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ নিশ্চিত করত বিশ্বকাপে জায়গা।
১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন দুই ওপেনার হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ। মাত্র ৩৩ বলে গড়েন ৮১ রানের জুটি। এই দুই ব্যাটার আউট হলে লড়াই চালিয়ে যান চিনলে হেনরি। কিন্তু দলকে ১০.৫ ওভারে জেতালেও বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে পারেননি তিনি।
দলের হয়ে ২৯ বলে ৭০ রানের ইনিংসটি খেলেন ম্যাথিউস। মাত্র ১৭ বলে ৪৮ রান করেন হেনরি। এছাড়া ১২ বলে ২৬ রান করেন কিয়ানা জোসেফ।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান করে করে থাইল্যন্ডের মেয়েরা। সর্বোচ্চ ৬৬ রান করেন নাথাকান চান্থাম। এছাড়া ২৯ রান করেন নাতায়া বোন্থাম।
বাছাইপর্ব শেষে পয়েন্ট টেবিলের সবার উপরে পাকিস্তান। ৫ ম্যাচের তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ৬ পয়েন্ট বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দুই থাকছে বাংলাদেশ, তিনে উইন্ডিজ।