Logo
×

Follow Us

খেলাধুলা

নাহিদের পর হাসানের আঘাত, তিন উইকেট নেই জিম্বাবুয়ের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

নাহিদের পর হাসানের আঘাত, তিন উইকেট নেই জিম্বাবুয়ের

উইকেট উদযাপন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

সিলেট টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়েই দ্বিতীয় দিনের খেলায় নেমেছে টাইগাররা। সেই লক্ষ্যে খেলতে নেমে দিনের শুরুতেই দুই উইকেট নেন পান টাইগার পেসার নাহিদ রানা। তার সঙ্গে একটি উইকেট উইকেট পেয়েছেন হাসান মাহমুদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১০০ রান তুলেছে জিম্বাবুয়ে। ৪ রানে ক্রেইগ আরভিন ও ৪ রানে শেন উইলিয়াস অপরাজিত রয়েছেন।

দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। এদিন দলীয় স্কোরে ২ রান তুলতেই সাজঘরে ফেরেন ওপেনার বেন কুরান। তার ব্যাট থেকে আসে ১৮ রান। এদিকে ফিফটি পূরণের পর ৬৪ বলে ৫৭ রান করেন ব্রায়ান বেনেট। এই দুই ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন নাহিদ রান।

আর দ্বিতীয় উইকেটে খেলতে নামা নিকোলাস ওয়েলচকে বোল্ড করেন হাসান মাহমুদ। ১২ বলে ২ রান করেন ওয়েলচ।

এর আগে প্রথম দিনের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি স্বাগতিক দলের ব্যাটাররা। সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে বাংলদেশ।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনে বিনা উইকেটে ৬৭ রান করেছিল জিম্বাবুয়ে।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫