Logo
×

Follow Us

ফুটবল

সংস্কারে সন্তুষ্ট বাফুফে, দর্শকদের জন্য থাকছে চমক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৩:১০

সংস্কারে সন্তুষ্ট বাফুফে, দর্শকদের জন্য থাকছে চমক

জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে বাফুফে প্রতিনিধি দল

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে প্রাণ ফিরে পেয়েছে জাতীয় স্টেডিয়াম। দীর্ঘদিন পরে এমন এক ম্যাচ, যেখানে খেলা ছাড়াও দর্শকদের জন্য অপেক্ষা করছে নানা চমক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুধু মাঠ প্রস্তুত করেই থেমে থাকেনি, বরং একটি আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনের প্রতিটি খুঁটিনাটি নিয়ে কাজ করছে তারা।

জাতীয় স্টেডিয়ামের ভেঙে পড়া গ্যালারি, অকার্যকর ড্রেনেজ সিস্টেম কিংবা পরিত্যক্ত করিডোর—এসব দীর্ঘদিনের পরিচিত দৃশ্য। কিন্তু এবারের আয়োজনের আগে এগুলো পেয়েছে পূর্ণতা।

বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, “আপনারা দেখেছেন, বুধবার দুপুরে টানা ভারী বৃষ্টির পরও মাঠে এক ফোঁটা পানি জমেনি। এটা আমাদের উন্নত ড্রেনেজ সিস্টেমের প্রমাণ। আগে তো ম্যাচ বাতিল হয়ে যেত বৃষ্টির কারণে, এবার সে ভয় নেই। এমনকি ম্যাচের দিনও যদি বৃষ্টি হয়, খেলায় কোনো ব্যাঘাত ঘটবে না।”

খেলা তো হবেই, তবে দর্শকদের জন্য থাকছে বিনোদনের বাড়তি আয়োজন। স্টেডিয়ামের ভেতরে ম্যাচের আগেই অনুষ্ঠিত হবে এক জমকালো কনসার্ট। হাফ টাইমে আরও চমক—লেজার শো কিংবা মিউজিক্যাল শো, যা মাঠে উপস্থিত দর্শকদের এনে দেবে বাড়তি উত্তেজনা ও আনন্দ। সবকিছুই করা হচ্ছে এএফসির গাইডলাইন অনুযায়ী।

বাফুফে চায়, একটি আন্তর্জাতিক ম্যাচ মানেই যেন হয় একটি স্মরণীয় অভিজ্ঞতা—দর্শকদের কাছে খেলার চেয়েও বেশি কিছু। এই ম্যাচটি শুধু একটি ম্যাচ নয়, আরও বড় কিছু। কেননা, এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হচ্ছে ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী এবং প্রতিভাবান তরুণ শমিত সোমের। দুই তারকার মাঠে নামা ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাট উত্তেজনা।

জাতীয় দলের এই ম্যাচকে ঘিরে যা আয়োজন, তা কেবল ফুটবলের একটি ম্যাচ নয়—এ এক নবযুগের সূচনা। দীর্ঘদিন ধরে দর্শক বিমুখ যে ঘরোয়া ফুটবল সংস্কৃতি, সেখানে প্রাণ ফিরিয়ে আনতেই যেন এই আয়োজন। মাঠ উন্নয়ন, তারকা ফুটবলারের আগমন, দর্শকের জন্য চমকপ্রদ আয়োজন—সব মিলিয়ে এটি হতে যাচ্ছে দেশের ফুটবলে একটি নতুন অধ্যায়ের শুরু।


 



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫