Logo
×

Follow Us

ক্রিকেট

লাহোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৫:২৩

লাহোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

টিম হোটেলে সাকিব আল হাসান। ছবি : পিসিবি

লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। মঞ্চটা যেমন জমজমাট, তেমনই গুরুত্বপূর্ণ। পিএসএলের অলিখিত কোয়ার্টার ফাইনালের আগে লাহোর কালান্দার্সের জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত এই বাঁহাতি অলরাউন্ডার।

শনিবার সকালে পাকিস্তানে পৌঁছান সাকিব। রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্সের শেষ গ্রুপ ম্যাচের আগে তাকে ঘিরে আশাবাদী দল। পিএসএলের সাকিবের যাত্রা শুরু সোমবার, সেই ম্যাচের প্রতিপক্ষ পেশোয়ার জালমি। ম্যাচটি কার্যত প্লে-অফে ওঠার লড়াই—জিতলেই শেষ চারে পা রাখবে লাহোর, হারলেই বিদায়।

বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে গত বছরের ৩০ মে। আবুধাবি টি-টেনে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন ইউপি নওয়াবসের বিপক্ষে।

৩৮ বছর বয়সী সাকিব আল হাসানকে নিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা তুঙ্গে। লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছে, তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।

পিএসএলের নবম আসর রাজনৈতিক অস্থিরতায় মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। পুনরায় শুরু হচ্ছে আজ থেকে। লিগ পর্বের বাকি চারটি ম্যাচ ও প্লে-অফের সব খেলা হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।

লিগ টেবিলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লাহোর কালান্দার্স। পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে থাকায় সোমবারের ম্যাচটাই হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। আর এমন এক ম্যাচেই নতুন আশার প্রতীক হয়ে হাজির সাকিব আল হাসান।





Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫