
২০২২ বিশ্বকাপে স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির। ফ্রান্সকে হারিয়ে কাতারে প্রথমবার স্বাদ পান বিশ্বকাপের। স্বপ্ন যেহেতু পূরণ হয়েছে, পরের বিশ্বকাপে খেলা নিয়ে খুব বেশি আগ্রহ নেই তার।
২০২৬ বিশ্বকাপ হবে তিন দেশে-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৩২ দল থেকে বেড়ে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হবে এই বিশ্বকাপ। কনমেবল অঞ্চল থেকে সবার আগে সেই বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। তবে লা আলবিসেলেস্তেদের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলবেন কি মেসি? বিভিন্ন সাক্ষাৎকারে আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়েছেন, শরীর ঠিক থাকলে তবেই ভেবে দেখবেন এ ব্যাপারে। আপাতত ক্লাব ফুটবলে নিজের সময়টুকু উপভোগ করতে চান তিনি।
তবে মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতো আশাবাদী মেসি ভক্তরাও। যদি না খেলেন তবে বিশ্ব মঞ্চে আর দেখা যাবে না মেসিকে।
ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকবে বিশ্বমঞ্চে মেসির শেষ ম্যাচ। তবে সেটি যদি শেষ হয় তবে বিদায়টা ভালো হয়নি ৩৮ বছর বয়সী মহাতারকার। পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই যে বিদায় নিয়েছে মেসির দল ইন্টার মায়ামি!