এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টে বিজয়ী মুসাওয়াত-কাওসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২

সিটি ব্যাংক এবং দ্য করপোরেট ট্যুর ও গলফ হাউস যৌথভাবে প্রথমবারের মতো আয়োজন করেছিল এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫। জলসিঁড়ি গলফ ক্লাবে ২৩ আগস্ট এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৯০টি শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ১১৬ জনেরও বেশি গলফার অংশ নেন।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মুসাওয়াত শামস জাহেদী এবং দ্য কাও কোম্পানির কাওসার আহমেদ ৩৪ গ্রস স্কোর করে চ্যাম্পিয়ন হন।
রানার্স-আপ হন ওয়েস্টার্ন গ্রুপের ব্রিগেডিয়ার জেনারেল হালিম (অব.) এবং লিয়াং। তাদের স্কোর ছিল ৩৫। দ্বিতীয় রানার্স-আপ হন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এসিএনএবিনের মোমিনুল করিম। তৃতীয় রানার্স-আপ হন জলসিঁড়ি গলফ ক্লাবের মেজর মো. নাজমুল হক মাদাল এবং মিৎসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেডের শরিফুল আলম।
আয়োজন শেষে রাজধানীর হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ (অব.), সিটি ব্যাংকের এএমডি ও ভারপ্রাপ্ত এমডি মাহবুবুর রহমান, এয়ার হেডকোয়ার্টার্সের এ ভি এম মঞ্জুরুল কবিরসহ আরো অনেকে।
প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিল সিটি ব্যাংক। সহপৃষ্ঠপোষক হিসেবে ছিল অ্যাস্টার ফার্মেসি, ডিএফএসকে, ডিএমসিবি, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, স্পোর্টস ওয়ার্ল্ড, ওপেইন, টার্কিশ এয়ারলাইনস, সিটি গ্রুপ এবং আরো কয়েকটি মিডিয়া পার্টনার।