Logo
×

Follow Us

খেলাধুলা

আত্মতুষ্টির আড়াল থেকে বেরোনোর পালা

Icon

আরমান হাসান

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭

আত্মতুষ্টির আড়াল থেকে বেরোনোর পালা

এক মাস ধরে বাংলার ক্রিকেটে উড়ছে সাফল্যের কেতন। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস-টানা তিন সিরিজের জয় যেন দলের ড্রেসিংরুমকে ভরে তুলেছিল এক সোনালি আভায়। প্রতিটি জয়ে মিশে ছিল তৃপ্তির সুধা, এক অদম্য আত্মবিশ্বাস। কিন্তু এখন প্রশ্ন, সবুজ গালিচা থেকে উঠে আসা এই আত্মবিশ্বাস কি এশিয়া কাপের বিশাল মঞ্চে সত্যিকারের সাফল্য নিয়ে আসবে? নাকি এ কেবলই এক মরীচিকা, যা বারবার অতীতের মতো বুমেরাং হয়ে ফিরে আসবে?

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দেখা গেছে, ছোট দলের বিপক্ষে সিরিজ জিতে দল যখন নিজেদের প্রস্তুত মনে করে, তখন বড় টুর্নামেন্টে সেই আত্মবিশ্বাস বুমেরাং হয়ে আসে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ তার একটি বড় উদাহরণ। সেবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতেও বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এবারও নেদারল্যান্ডসের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে সিরিজ জয় একই ধরনের শঙ্কার জন্ম দিয়েছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি ছিল নিজেদের ব্যাটিং লাইনআপ ও কৌশল পরীক্ষা করার একটি বড় সুযোগ। কিন্তু সিলেট স্টেডিয়ামের শিশির ভেজা কন্ডিশনে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ কেন টস জিতেও আগে  ব্যাটিং করার সাহস দেখাল না, তা প্রশ্নবিদ্ধ। এই ধরনের ম্যাচে যেখানে জয় প্রায় নিশ্চিত, সেখানে ঝুঁকি নিয়ে নিজেদের দুর্বলতাগুলো যাচাই করা যেত। কিন্তু বাংলাদেশ কেবল জয়কেই লক্ষ্য করেছে, যা প্রস্তুতির সুযোগ নষ্ট করেছে। সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় টপ-অর্ডার ছাড়া অন্য ব্যাটাররা ব্যাটিং করার সুযোগই পাননি। সব মিলিয়ে পুরো ব্যাটিং ইউনিটকে বাজিয়ে দেখার সুযোগ পায়নি টিম ম্যানেজমেন্ট।

অন্য শীর্ষ দলগুলো নিজেদের দুর্বলতা চিহ্নিত করে সে অনুযায়ী প্রস্তুতি নেয়। কিন্তু বাংলাদেশ কি সেই পথে হাঁটছে? যদি দল শুধু ‘জিততেই হবে’ এই মনোভাব নিয়ে খেলে, তাহলে বড় টুর্নামেন্টে প্রস্তুতির ঘাটতি স্পষ্ট হবে। সিরিজ জয় আনন্দদায়ক। কিন্তু যদি তা ভুল আত্মবিশ্বাস তৈরি করে, তবে ভবিষ্যতে বড় ব্যর্থতা আসতে পারে। এশিয়া কাপে ১১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সত্যিকারের অগ্নিপরীক্ষা শুরু হচ্ছে। সিরিজ জয়ের আত্মবিশ্বাস কি এই পরীক্ষায় দলকে সফল করতে পারবে, নাকি প্রস্তুতির অভাব তাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে-সেটাই এখন বড় প্রশ্ন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫