উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা

ক্রিড়া ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮

সাদা বলের সিরিজ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে উইন্ডিজ ক্রিকেট দল।
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট শেষে দেশে ফেরার পর বেশিদিন বিশ্রাম নেওয়ার সুযোগ নেই লিটন দাসদের।
সাদা বলের সিরিজ খেলতে সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবীয়রা।
মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে জানিয়েছে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই সিরিজের তিন ওয়ানডে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এই ভেন্যু আগে জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত ছিল।
১৮ সেপ্টেম্বর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু করবে বাংলাদেশ। পরের দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ সেপ্টেম্বর।
এরপর দুই দল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে ২৭ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ। ৩০ সেপ্টেম্বর ও ১ নভেম্বর হবে সিরিজের পরের দুই টি-টোয়েন্টি।
দুই দলের জন্যই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ, আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতি ও দলগত সমন্বয় যাচাইয়ের এটিই হবে দুই দলের শেষ সুযোগ।