তেলেঙ্গানা গোলকোন্ডা মাস্টার্সে বাংলাদেশি জামাল হোসেনের দারুণ শুরু

ক্রিড়া ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

গলফার জামাল হোসেন।
হায়দ্রাবাদের তেলেঙ্গানা গোলকোন্ডা মাস্টার্স গলফের দ্বিতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের জামাল হোসেন। প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়ার (পিজিটিআই) এই টুর্নামেন্টে তিনি শীর্ষস্থানের জন্য লড়ছেন।
টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষে জামাল হোসেনের মোট স্কোর ৯-আন্ডার পার। তিনি বর্তমানে ভারতের অক্ষয় শর্মার থেকে চার শট পিছিয়ে আছেন। অক্ষয় ১৩-আন্ডার পার খেলে শীর্ষে রয়েছেন। প্রথম রাউন্ডে জামাল দুর্দান্ত খেলে ৬১ স্কোর করে লিড নিয়েছিলেন।
‘এনএসএল লাক্স তেলেঙ্গানা গোলকোন্ডা মাস্টার্স’ হায়দ্রাবাদের গলফ অ্যাসোসিয়েশন কোর্সে অনুষ্ঠিত হচ্ছে। ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১ কোটি রুপি।
এই টুর্নামেন্টে ভারত ও অন্যান্য দেশের মোট ১২৩ জন গলফার অংশগ্রহণ করছেন।
প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া (পিজিটিআই) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের পুরুষদের পেশাদার গলফের প্রধান নিয়ন্ত্রক সংস্থা। পিজিটিআই এশিয়ান ট্যুরের মতো উচ্চ স্তরের ট্যুরের জন্য একটি ফিডার ট্যুর হিসাবে কাজ করে।
২০১৯ সাল থেকে পিজিটিআই-এর ইভেন্টগুলো অফিসিয়াল ওয়ার্ল্ড গলফ র্যাঙ্কিং পয়েন্টের অন্তর্ভুক্ত হয়েছে, যা এই ট্যুরের আন্তর্জাতিক মর্যাদা বাড়িয়েছে।