Logo
×

Follow Us

খেলাধুলা

কেমন হলো বিসিবি নির্বাচন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৪০

কেমন হলো বিসিবি নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের পুনরায় বোর্ডে আসা অনুমিতই ছিল। ৬ অক্টোবর ভোটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সেটিই হয়েছে। ১৭তম সভাপতি হিসেবে আবারও ক্রিকেট বোর্ডের মসনদে বসলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। খণ্ডকালীন থেকে নির্বাচনের মাধ্যমে বোর্ড সভাপতি হলেন বুলবুল। 

বুলবুলের বোর্ডে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দুই জন-ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির ভোটিং কার্যক্রমে ১৫৬ ভোটের মধ্যে পড়েছে ১১৫ ভোট। নির্বাচনে ভোট প্রদানের হার ৭৩.৭১ শতাংশ। 

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদে মোট পরিচালকের সংখ্যা ২৫। এর মধ্যে ২৩ জন পরিচালক নির্বাচিত হলেন ভোটারদের সরাসরি ভোটে। বাকি দুজনকে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই দুজন হলেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এই ২৫ পরিচালক মিলে বিসিবি সভাপতি নির্বাচন করেন। তবে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে এক রাতেই পদ হারিয়েছেন ইসফাক। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছিলেন।

বিসিবি নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি। সরকারি হস্তক্ষেপের অভিযোগ, প্রার্থিতা প্রত্যাহার, আদালতে পাল্টাপাল্টি রিট-কয়েক মাস ধরে বিতর্ক আর নাটক নিয়ে ব্যতিব্যস্ত ছিল দেশের ক্রিকেট। এমনকি ভোটের দিন নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ আনে অনেকে। তবে সব ছাপিয়ে সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বুলবুল। ভোটের পরদিনই নবনির্বাচিতদের নিয়ে বিসিবি ভবনে বসে সভা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫