প্রতীকী ছবি
জয় দিয়ে শুরু। পরিত্যক্ত ম্যাচ দিয়ে শেষ। মাঝখানে পাঁচ ম্যাচে হার। বাংলাদেশের আরেকটি বিশ্বকাপ শেষ হলো হতাশা দিয়ে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বোলিং-ব্যাটিং সবই করেছে বাংলাদেশ। তবে ম্যাচটিতে হয়নি কোনো ফল। মুম্বাইয়ে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
সেই সঙ্গে লিগ পর্বে ৭ নম্বরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করলেন নিগার সুলতানা জ্যোতিরা। সাত ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৩। সবার আগে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেলেও নেট রান রেটে এগিয়ে থাকায় পাকিস্তানের ওপরে থেকে বিশ্বকাপ শেষ করেছেন জ্যোতিরা।
এই বিশ্বকাপে কেমন দেখা গেল বাংলাদেশের পারফরম্যান্স? নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারান জ্যোতিরা। এরপর তিন ম্যাচে জয়ের আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। সেই তিন ম্যাচ জিতলে প্রথমবারের মতো শেষ চারে ওঠার সম্ভাবনা ছিল জ্যোতিদের। বাংলাদেশের হয়ে এবার সর্বোচ্চ রান করেছেন শারমিন আক্তার। ৭ ইনিংসে ২ ফিফটিতে তার রান ২১২। সমান ইনিংসে ২ ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৫ রান সোবহানা মোস্তারির।
এই বিশ্বকাপের শুরু থেকে আলোচনায় মারুফা আক্তার। দুর্দান্ত পেস ও সুইংয়ে নজর কাড়েন তিনি। তবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নেই মারুফা। বাংলাদেশের হয়ে ৭ ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন স্পিনার রাবেয়া খান। সমান ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নেন স্বর্ণা আক্তার। ৫ ইনিংসে সমান উইকেট নিয়ে এই তালিকার তিনে ফাহিমা খাতুন। সমান ৬ ইনিংসে ৬ উইকেট নিয়ে এই তালিকার চার ও পাঁচে যথাক্রমে নাহিদা আক্তার ও মারুফা। তার মধ্যে প্রথম চারজন স্পিনার।
বাংলাদেশের হয়ে সেরা বোলিং স্বর্ণার। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আর ব্যাটিংয়ে সেরা ইনিংস জ্যোতির। এই অধিনায়ক-উইকেটরক্ষক শ্রীলঙ্কার বিপক্ষে মুম্বাইয়ে করেন ৭৭ রান। তবে ম্যাচটিতে হারে বাংলাদেশ।
