Logo
×

Follow Us

খেলাধুলা

কবে বদলাবে ভারতের কয়েন-ভাগ্য?

Icon

আরমান হাসান

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৭:০৫

কবে বদলাবে ভারতের কয়েন-ভাগ্য?

ক্রিকেটে টস একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে কোনো দলের টানা ১৮টি ম্যাচে টস হারাটা স্রেফ অবিশ্বাস্য এক ঘটনা। গত প্রায় এক বছর ধরে ভারতীয় ক্রিকেট দল যেন টস জেতার স্বাদ ভুলেই গেছে। ওয়ানডে ক্রিকেটে টানা টস হারার এই দুর্ভাগ্যের যাত্রা এখন নতুন বিশ্বরেকর্ড গড়েছে।

সর্বশেষ উদাহরণ হলো, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এই ম্যাচেও টস হারেন ভারত অধিনায়ক শুবমান গিল, যা এই সিরিজে তার টানা তৃতীয় টস হার। ভারতের এই অবিশ্বাস্য টস হারের ধারার সূচনা হয়েছিল ২০২৩ সালের ১৯ নভেম্বর। আহমেদাবাদে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে টস হারের মধ্য দিয়ে এই দুর্ভাগ্য-যাত্রার শুরু। সেই সময়ে দলের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। কিন্তু এই রেকর্ডের পেছনে কেবল একজন অধিনায়ক নন, আরো অনেকে অংশীদার।

বিশ্বকাপের পর ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল ভারত। রোহিত সেই সিরিজে বিশ্রাম নেওয়ায় নেতৃত্বভার পান লোকেশ রাহুল। রাহুলও হতাশ করেন, টানা তিনটি ওয়ানডেতেই টস হারেন তিনি। এরপর যখন রোহিত ফিরে আসেন, টস-ভাগ্য তখনো ভারতের পক্ষে ফেরেনি। তিনি ফিরে এসেও আরো টানা ১১টি ম্যাচে টস হারেন। এই দীর্ঘ ব্যর্থতার পথেই ভারত ওয়ানডে ক্রিকেটে টানা সবচেয়ে বেশি টস হারের নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলে। এর আগে এই রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের দখলে, যারা ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে টানা ১১টি ম্যাচে টস হেরেছিল।

অক্টোবরের শুরুতে নির্বাচকরা রোহিতকে সরিয়ে তরুণ তারকা শুবমানকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করেন। কিন্তু নতুন নেতৃত্বও ভারতের টস-ভাগ্য বদলাতে পারল না। শুবমান তার নেতৃত্বে প্রথম তিন ম্যাচেই টস হেরেছেন। ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে ভারতের টস-ভাগ্য ফিরবে এবং কবে তারা এই টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবে। ১৮ ম্যাচের এই দুর্ভাগ্যজনক রেকর্ড নিয়ে এখন সর্বত্র আলোচনা চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫