Logo
×

Follow Us

খেলাধুলা

ক্যাম্প ন্যুর নতুন উঠানে বার্সার পদধ্বনি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:২২

ক্যাম্প ন্যুর নতুন উঠানে বার্সার পদধ্বনি

দীর্ঘ ৮৯৫ দিনের প্রতীক্ষার পর অবশেষে নিজেদের ঐতিহাসিক ঠিকানা ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। প্রায় ১.৪২ বিলিয়ন ইউরো ব্যয়ে স্টেডিয়ামটির বিশাল সংস্কার কাজের কারণে দীর্ঘ সময় ঘরের বাইরে কাটাতে হয়েছে কাতালান জায়ান্টদের। ৭ অক্টোবর রাতে ২১ হাজার ৭৯৫ জন অপেক্ষারত দর্শকের সামনে অনুশীলন করে লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি, যা ক্লাবটির জন্য এক আবেগঘন মুহূর্তের জন্ম দিয়েছে।

২০২৩ সাল থেকে একটিও ম্যাচ ক্যাম্প ন্যুতে খেলেনি বার্সেলোনা, এই সময়ে তারা তাদের হোম ম্যাচগুলো খেলেছে শহরের অলিম্পিক স্টেডিয়ামে। ক্যাম্প ন্যুতে ফেরার এই অনুশীলন সেশনটিকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ইভেন্ট হিসেবে। সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগা ম্যাচের আগে অনুষ্ঠিত এই সেশনটি ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজনের প্রস্তুতি যাচাই করার জন্য অত্যন্ত জরুরি ছিল।

নতুন কোচ হান্সি ফ্লিক এবং ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস র‌্যাশফোর্ডের জন্য এটি ছিল ক্যাম্প ন্যুতে প্রথমবার পা রাখা। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা ঘোষণা করেছেন, লা লিগায় ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে অথবা এক সপ্তাহ পরে আলাভেসের বিপক্ষে ম্যাচের মাধ্যমে ক্যাম্প ন্যুতে প্রতিযোগিতামূলক প্রত্যাবর্তন ঘটতে পারে। 

বিশেষত, দ্বিতীয় তারিখটি ক্লাবটির ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গে মিলে যাওয়ায় তা আরো তাৎপর্যপূর্ণ হবে। এরপর ২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষ ম্যাচে পূর্ণ উৎসাহ নিয়ে মাঠে নামবে বার্সা।

যদিও স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো চলছে, প্রথম দুটি স্তর প্রায় সম্পন্ন। বর্তমানে ক্লাবটির জন্য ২৫ হাজার ৯৯১ জন দর্শক ধারণক্ষমতা অনুমোদিত। ক্লাব কর্তৃপক্ষ আরো দুটি লাইসেন্সের অপেক্ষায় আছে, যার একটিতে ৪৫ হাজার দর্শক ঢোকার অনুমতি মিলবে এবং পরেরটি পুরোপুরি উদ্বোধনের জন্য। পুরো প্রকল্পটি ২০২৭ সালে শেষ হওয়ার কথা, যখন ক্যাম্প ন্যুর আসনসংখ্যা হবে এক লাখ পাঁচ হাজার।

প্রথমে ২০২৪ সালের শেষে ফেরার পরিকল্পনা থাকলেও অবশেষে এই মৌসুমেই নিজেদের ঘরে ফিরছে বার্সেলোনা, যা তাদের ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫