Logo
×

Follow Us

খেলাধুলা

করোনা আক্রান্ত সাবেক পাকিস্তানি ক্রিকেটার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২০, ২২:০৪

করোনা আক্রান্ত সাবেক পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তানের সাবেক বাঁহাতি ওপেনার তৌফিক ওমর কভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে এখন স্বাস্থ্যবিধি অনুসরণ নিজ বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন তৌফিক। শনিবার রাতে তার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

নিজ দেশের সংবাদমাধ্যম জিও নিউজকে তৌফিক বলেছেন, ‘গত রাতে (শনিবার) আমি অসুস্থবোধ করায় দেরি না করে পরীক্ষা করিয়ে ফেলি। পরীক্ষার ফল এসেছে পজিটিভ। আমার উপসর্গ তেমন গুরুতর নয়। আমি এখন নিজ বাড়িতেই আইসোলেটেড আছি, সবাই আমার জন্য দোয়া করবেন।’

পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে ২২ ওয়ানডে এবং ৪৪ টেস্ট খেলেছেন তৌফিক। সাদা পোশাকে ৭ সেঞ্চুরিতে ২৯৬৩ এবং রঙিন পোশাকে ৭ ফিফটিতে ৫০৪ রান করেছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫