Logo
×

Follow Us

খেলাধুলা

তেইশেই পরপারে ইংলিশ ফুটবলার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মে ২০২০, ২২:০৫

তেইশেই পরপারে ইংলিশ ফুটবলার

মাত্র ২৩ বছর বয়সেই ইংলিশ ফুটবলার ক্রিস্টিয়ান এমবুলুর মৃত্যু হয়েছে। এমবুলু খেলেতেন ইংল্যান্ডের চতুর্থ স্তরের পেশাদারি ফুটবল লিগ দুইয়ে।

এমবুলুর মৃত্যুতে তার ক্লাব মোরকাম্বে এক বিবৃতিতে জানিয়েছে, এমবুলু তাদের স্কোয়াডে খুব জনপ্রিয় ছিলেন। অসময়ে তার হঠাৎ চলে যাওয়া সবাইকে বড় ধাক্কা দিয়েছে।

ক্রিউ ছেড়ে মোরকাম্বেতে যোগ দেয়ার পর মাত্র তিন ম্যাচ মাঠে নেমেছিলেন তিনি।

লন্ডনে জন্ম নেয়া এ তরুণ ডিফেন্ডার এর আগে খেলতেন মাদারওয়েলের হয়ে। মিলওয়ালের জার্সিতে পেশাদারি ক্যারিয়ার শুরু করা এমবুলু ব্রেন্টউড, ব্রেইনট্রি এবং ক্রিউ’র হয়েও খেলেছেন।

ক্রিউতে মাত্র এক মৌসুম কাটিয়ে গত জানুয়ারিতে তিনি মোরকাম্বেতে যোগ দিয়েছিলেন। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫