Logo
×

Follow Us

খেলাধুলা

করোনায় আরেক পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জুন ২০২০, ২০:৩৯

করোনায় আরেক পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের আরেক ক্রিকেতারের মৃত্যু হয়েছে। মাত্র ৫১ বছর বয়সেই পৃথিবীকে বিদায় জানালেন সাবেক ক্রিকেটার রিয়াজ শেখ।

রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি এ খবর জানিয়েছেন।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ১৯৮৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এই লেগস্পিনার খেলেছেন ৪৩টি প্রথম শ্রেণির এবং ২৫টি লিস্ট-এ ম্যাচ। দুই ফরম্যাট মিলিয়ে ১৪৬ উইকেট ও ২ হাজারের বেশি রান করেন।

খেলোয়াড়ি জীবন শেষে করাচির এই ক্রিকেট তারকা যোগ দিয়েছিলেন মঈন খান ক্রিকেট একাডেমিতে। সেখানে প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।

রিয়াজের আগে জাফর সরফরাজ নামের পাকিস্তানের আরেক সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটারের মৃত্যু হয় করোনাভাইরাসে। এছাড়া জাতীয় দলের সাবেক ওপেনার তৌফিক উমরও করোনা পজিটিভ হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫