Logo
×

Follow Us

খেলাধুলা

মাঠে নামছে চেলসি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২০, ১৩:৪৮

মাঠে নামছে চেলসি

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির কারণে তিন মাসের বিরতির পর প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে চেলসি।

রবিবার (২১ জুন) ৯টা ১৫ মিনিটেভিলা পার্কে মাঠে গড়াবে ম্যাচটি। করোনার প্রকোপ কাটিয়ে ১৮ জুন থেকে আবারো শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ।

তবে লম্বা বিরতির পর প্রথমবারের মতো মাঠে নামছে ব্লুরা। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছে ল্যাম্পার্ড শিষ্যরা।

আর ৪৬ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরবর্তী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে জয়ের ধারায় থাকতে হবে চেলসিকে। অ্যাস্টন ভিলার মাঠে খেলা বলেই কিছুটা চিন্তা থাকতে পারে ব্লুদের। তবে পলিসিচ, আবরাহাম, উইলিয়ানরা ছন্দে থাকলে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় চেলসির।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫