Logo
×

Follow Us

খেলাধুলা

অনুশীলন অনিশ্চয়তায় ফুটবলাররা

Icon

রানা প্রামানিক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৯:৫৩

অনুশীলন অনিশ্চয়তায়  ফুটবলাররা

দারুণ এক উদ্যমে শুরু হয়েছিল ফুটবলের লাল-সবুজদের অনুশীলন। প্রধান কোচ জেমি আসতে সময় নেবেন, সে অপেক্ষায় বসে থাকেনি সহকারী প্রশিক্ষক কায়সার। খেলোয়াড়দের নিয়ে নেমে পড়েছিলেন অনুশীলনে। কিন্তু পরিস্থিতি তাকে থমকে দিয়েছে। তবে এই অনিশ্চয়তা নিয়ে শঙ্কিত নন বিশ্লেষকরা।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাফুফে। কিন্তু একে একে করোনাভাইরাসে ঝরে পড়েছেন দলের সেরা তারকারা। ক্যাম্প শুরুর আগে গেল ৫ আগস্ট করোনা টেস্টের প্রথম দিন পজিটিভ হয়েছিলেন চারজন। দ্বিতীয় দিন করোনা ধরা পড়ে আরো সাত ফুটবলারের শরীরে।

বাফুফে ৭ আগস্ট জানিয়েছে প্রথম ধাপে সে সময় ক্যাম্পে যোগ দেয়া আটজনের মধ্যে গোলরক্ষক পাপ্পু হোসেন ছাড়া বাকি সাতজনের রিপোর্ট পজিটিভ এসেছে। 

আগের দু’দিনের করোনা পজিটিভের সংখ্যা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যা দিতে গিয়ে ভিন্ন কথা শোনালেন বাফুফের দুই দায়িত্বশীল ব্যক্তি। সাধারণ সম্পাদক সমন্বয়হীনতার কথা বললেও, প্রযুক্তিকে দুষলেন মেডিকেল টিম কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ দিকে দলগতভাবে হাসপাতালে না নিয়ে, ব্যক্তিগত বা এককভাবে টেস্ট করানোটাই হতো বেশি যৌক্তিক, মন্তব্য ফুটবলারদের। করোনা টেস্টের শেষ দিনে ছয় ফুটবলার ও ম্যানেজার কেউ পজিটিভ হয়নি। তবে স্ট্রাইকার জীবনের শরীরে জ্বর ছিল।

৭ আগস্ট সন্ধ্যায় প্রাথমিক দলের টেস্ট করা ২৪ জনের মধ্যে ১১ জনের নমুনায় শনাক্ত হয়েছে করোনাভাইরাস। তবে রাতের ঘুমটা নিশ্চয় উড়ে গিয়েছিল আশরাফুল-মামুনুলদের- কেননা আক্রান্তের সংশোধিত সংখ্যাটা ততক্ষণে ১৮। সংখ্যা নিয়ে বিভ্রান্তির উত্তর খুঁজতে গিয়েও বাড়ে বিভ্রান্তি। 

আগের দিনে বড় বাসে করে গেলেও, সংখ্যায় কম হওয়ায় একরকম ঠাসাঠাসি করেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন ফুটবলাররা। যাওয়ার আগে অবশ্য কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন তারা। লাল-সবুজের ফুটবলারদের করোনার হটস্পটে না নিয়ে করা যেত ভিন্ন আয়োজন।

ফুটবলারদের করোনা পরিস্থিতি যাচাই করতে ১০ আগস্ট সকালে দুটি আলাদা জায়গায় টেস্টের ব্যবস্থা করে বাফুফে। তবে এর মাঝেও থেমে নেই অনুশীলন। যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তারা বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য প্রস্তুত করছেন নিজেদের। 

বিশ্লেষকরা বলছেন, ফুটবলারদের শারীরিক সক্ষমতা বেশি, তাই তারা দ্রুত ফিট হয়ে উঠবে; কিন্তু এমন পরিস্থিতির জন্য আরো আগেই বাফুফের বিকল্প উপায় ভেবে রাখা উচিত ছিল বলে মত তাদের।

করোনার ত্রুটিপূর্ণ টেস্টিং সিস্টেম তৈরি করেছে অনিশ্চয়তা। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের ফেলেছে ঘোর সংশয়ে। আপাতত রিপোর্ট যাদের নেগেটিভ, তারা শুরু করে দিয়েছেন নিজেদের প্রস্তুত করার মিশন। বাকিরা রয়েছেন আইসোলেশনে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫