
জার্মানির কোলনে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব সেভিয়া ও ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। সেভিয়ার সামনে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে চতুর্থ শিরোপা জিততে মাঠে নামবে ইন্টার মিলান।
সবশেষ ২০১০ সালে ইউরোপিয়ান লিগের ট্রফিটা ঘরে তুলেছিলো ইন্টার। এবার ১০ বছরের খরা কাটাতে মাঠে নামবে ইন্টার শিবির। দ্বিতীয় সেমিফাইনালে ইউক্রেনের শাখতার দোনেৎস্কেকে ৫-০ গোলে উড়িয়ে সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়েছে কন্তের শিষ্যরা। সবশেষ পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ইন্টার।
অন্যদিকে, ইউরোপা লিগের সবচেয়ে সফল দল সেভিয়া। এর আগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাবটি। প্রথম সেমিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করে সেভিয়া। সবশেষ তিন ম্যাচে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী সেভিয়া।